আমাদের বিদ্যালয়ের ইতিহাস ঐতিহ্য

জনগণের সর্বাত্মক সহযোগিতায় দক্ষ পরিচালন পরিষদ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর তত্ত্বাবধানে অধিকাংশ বছরই পাশের হার শতভাগ থাকে । সৌভাগ্যের বিষয় এই যে তৎকালীন কৃষি প্রতিমন্ত্রী জনাব মহিন উদ্দিন ভূঞার সহযোগিতায় অল্প দিনের মধ্যেই সরকারীভাবে স্বীকৃতি পায়। অপরদিকে রায়পুরার মাটি ও মানুষের নেতা মুক্তিযোদ্ধা জনাব রাজিউদ্দিন আহমেদ রাজু এম.পি মহোদয়ের অক্লান্ত চেষ্টায় বর্তমানের শিক্ষা বান্ধব সরকারের সু নজরে আসে এবং ২০২১ সালে একটি সুদৃশ্য চারতলা একাডেমিক ভবন নির্মাণ হয় । ডৌকারচর ইউনিয়নের জ্ঞান বিতরণের প্রদীপ্ত মশাল হিসেবে জনগণের ইহার সুনজর ছিল। যদিও বিভিন্ন সময় নানাহ চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে জ্ঞান বিতরণের মহান দায়িত্ব পালন করে যাচ্ছে ইহার চলার পথে ইহার সুনাম ক্ষুন্ন হওয়ার মত কোন পরিবেশ সৃষ্টি হয়নি। বিভিন্ন সময় দক্ষ ব্যাক্তিবর্গ পরিচালনা পরিষদে আসায় বিদ্যালয়ের পরিবেশ সুনাম ও ফলাফল উন্নতীর দিকে ধাবিত হয় । কোন বছরই এস,এস,সি পরীক্ষায় পাশের হার ৯৭% থেকে ৯৮% নিচে নামে নি। যদিও বিগত দুই বছর করোনা ভাইরাসের আক্রমণের ফলে পড়াশুনার মারাত্মক বিঘ্ন ঘটে তবুও উক্ত প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষার ফলাফল সন্তোষজনক । এই বিদ্যালয় হতে পড়াশুনা করে বহু শিক্ষার্থী ডাক্তার, ইঞ্জিনিয়ারের মত বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছে। বিদ্যালয়টি দীর্ঘ পথ অতিক্রম করে বর্তমান পরিসরে এসে পৌছেছে । বর্তমানে ইহার পরিবেশ পরিচালনা পরিষদও ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সার্বিক কর্মকান্ড সত্যিই প্রশংসার যোগ্য ।
জ্ঞান বিতরণের প্রদীপ আধার হিসেবে সমস্ত আদর্শ কার্যাবলী সঠিক সময়ে পরিচালিত হয়। পাঠ্য পুস্তকের জ্ঞান বিতরণ ছাড়াও সকল প্রকার খেলাধুলা সাংস্কৃতিক কার্যাবলী বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে চিত্ত বিনোদনের সার্বিক ব্যবস্থা এখানে বিদ্যমান । এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বিদ্যালয়ের সুনাম কুড়িয়ে আনছে । বর্তমান প্রেক্ষাপটে বলতে পারি সার্বিক কার্যাবলীর দিকে লক্ষ করলে ইহাকে একটি আদর্শ বিদ্যালয় অবশ্যই বলতে হবে। সরকার থেকে শুরু করে শিক্ষার্থীও অভিভাবক পরিচালনা পরিষদ ও শিক্ষক মন্ডলী আরও সচেতন হলে ইহার সুনাম আরও বৃদ্ধি পাবে ইহা সকলেরই বিশ্বাস ।

Copyright © বেলায়েত আলী উচ্চ বিদ্যালয় All rights reserved