প্রধান শিক্ষক, মো. আমিনুল কবীর
পরম করুণাময়ের অসীম করুণায় শুরু করছি। বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়টি নরসিংদী জেলার অন্তর্গত রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নে অবস্থিত । নিভৃত পল্লী হলে ও বিদ্যালয়টি ১৯৮০ ইং সালে প্রতিষ্ঠিত হয়ে অবহেলিত ও দরিদ্র জনসাধারণের মাঝে জ্ঞানের আলো বিস্তারে অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্ব পালন করে আসছে। বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে প্রবেশ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ে একটি ওয়েব সাইট চালু করা হয়েছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রতিষ্ঠানের ওয়েবসাইট তৈরির এই উদ্যোগটি প্রশংসনীয় । সরকারের এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি এই ওয়েব সাইট চালু করার ফলে যে কেউ প্রতিষ্ঠানের যে কোন তথ্য সম্পর্কে খুব সহজে অবগত হতে পারবে এবং বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবরূপ দান করতে সহায়ক ভূমিকা পালন করবে । ওয়েবসাইটটির প্রয়োজনীয় তথ্যের উৎস শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকের পারস্পরিক মিথষ্ক্রিয়ার মুক্ত পরিবেশ হবে বলে আমার আশা ও বিশ্বাস আমি অত্র বিদ্যালয়ের উন্নয়নে সকল সহযোগীদের ম্যানেজিং কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দের সর্বোপরি মহান আল্লাহ পাকের অসীম রহমত ও অন্যান্যদের আন্তরিকতার সহিত সহযোগিতা কামনা করছি যাতে বিদ্যালয়টি একটি মডেল বিদ্যালয়ের পরিণত হয় । পরিশেষে সকলের মঙ্গল কামনায় শেষ করছি। মোঃ আমিনুল কবীর, প্রধান শিক্ষক: বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়, রায়পুরা, নরসিংদী ।
